রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের কাজ দ্রুত শেষ করে ট্রেন চালুর দাবি 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের কাজ দ্রুত শেষ করে ট্রেন চালুর দাবি 

মৌলভীবাজারে কুলাউড়া-শাহবাজপুর বন্ধ হওয়া রেললাইনের কাজ ২০১৬ সালে শুরু হয়, লাইনের কাজ ২০১৯ সালে শেষ হওয়া কথা থাকলেও কয়েক দফা কাজের সময় বৃদ্ধি করার পরও আশানুরূপ কোন কাজ এখনও  হয়নি। দ্রুত লাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের দাবি জানিয়েছেন  জনপ্রতিনিধিসহএ অঞ্চলের  ভুক্তভোগী জনসাধারণ। 

 ২০০২ সালে কোন ঘোষণা ছাড়াই কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের ট্রেন চলাচল বন্ধ করা হয়।

কুলাউড়া-শাহবাজপুর রেললাইনে ট্রেন বন্ধ হওয়ায় শত শত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করতে হয়। এছাড়া  কুলাউড়া, জুড়ি, দক্ষিণ ভাগ, কাঁঠাল তলী, বড়লেখা, মুড়াউল, শাহবাজপুর, স্টেশনের যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি, ৪ উপজেলা কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার ২০ লাখ জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে। লাইনে ট্রেন বন্ধের পর থেকে সড়ক পথে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। 

২০১৬ সালে কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের কালিন্দী ও বাংলাদেশের যৌথভাবে কাজ শুরু করে ২০১৯ সালে কাজ শেষ হওয়া কথা থাকলেও কয়েক দফা সময় বাড়ালেও বাড়েনি কাজের গতি এ পর্যন্ত ৩০ ভাগ শেষ হয়। একটি সূত্র জানিয়েছে অর্থ সংকট থাকায় ধীর গতিতে কাজ চলছে। এভাবে  কাজ চললে কবে নাগাদ কাজ শেষ হবে। 

সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মৌলভীবাজার- ১ আসনের এমপি আলহাজ শাহাব উদ্দিন মুঠোফোনে জানান, আগামী ২৫ সালের মধ্যে রেললাইনের কাজ শেষ হবে ট্রেন চলবে। 

এ অঞ্চলের ৪ উপজেলার জনপ্রতিনিধি ও জনসাধারণের দাবি শিগগিরই রেল লাইনের কাজ শেষ করে ট্রেন চালু করতে প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট কতৃপক্ষ, রেলমন্ত্রীর নিকট দাবি জানিয়েছেন।

টিএইচ